ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু শনিবার

প্রকাশিত: ০৭:১৭, ১১ অক্টোবর ২০১৮

জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু শনিবার

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯৭ সালে হয়েছিল জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের প্রথম আসর। এরপর দীর্ঘদিন এই টুর্নামেন্টটি হয়নি। বাংলাদেশ মহিলা জাতীয় হ্যান্ডবল দলের পাইপলাইন শক্তিশালী করতে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন পঞ্চম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল।’ দেশের বিভিন্ন জেলার ১২টি দল নিয়ে পাঁচদিনব্যাপী প্রতিযোগিতা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। চারটি গ্রুপে ১২টি দল অংশ নিবে। ‘ক’ গ্রুপে রয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘গ’ গ্রুপে রয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘ঘ’ গ্রুপে রয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ১৩ ও ১৪ অক্টোবর হবে গ্রুপপর্বের খেলাগুলো। চার গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। ১৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ১৬ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৭ অক্টোবর বিকেলে হবে ফাইনাল। ফাইনাল ম্যাচটি বিকেল সাড়ে তিনটা থেকে সরাসরি সম্প্রচার করবে প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এলক্ষ্যে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ মকবুল হোসেনসহ অন্যরা।
×