ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাহিরের ঘূর্ণিতে কুপোকাত জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৭:১৬, ১১ অক্টোবর ২০১৮

তাহিরের ঘূর্ণিতে কুপোকাত জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচ ওয়ানডেতে জিম্বাবুইয়েকে ‘হোয়াইটওয়াশ’ করার পর টি২০ সিরিজেও জয় দিয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ইমরান তাহিরের ঘূর্ণিতে প্রথম ম্যাচেই ৩৪ রানে জয় পেয়েছে স্বাগতিক প্রোটিয়ারা। টস জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে। জবাবে ১৭.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় সফরকারী জিম্বাবুইয়ে। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুইয়ে শুরুতেই ইমরান তাহিরের আক্রমণের শিকার হয়। দলীয় ৬ রানেই ওপেনার চামু চিবাবাকে ফিরিয়ে আক্রমণের সূচনা করেন তাহির। দলীয় ১১ রানে যেতেই আরেক ওপেনার হ্যামিল্টন মাসকাদজাকে ফিরিয়ে টপঅর্ডার ধসিয়ে দেন প্রোটিয়া এ স্পিনার। একসময় দলীয় ৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুইয়ে। দলটির হয়ে পিটার মুর সর্বোচ্চ ৪৪, ব্রেন্ডন মাভুতা ২৮ ও সেন উইলিয়ামস ২১ রান করেন। শেষ পর্যন্ত ১২৬ রানে পৌঁছাতেই অলআউট হয়ে যায় সফরকারী। বল হাতে ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন তাহির। তার সঙ্গে দুটি করে উইকেট নেন জুনিয়র দালা ও আন্দিলে ফেলুকাওয়ে। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন রশি ফন ডার ডুসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে হার্ডহিটার ডেভিডমিলারের ব্যাট থেকে। এছাড়া ৩৪ রান করেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। ইস্ট লন্ডনের এ জয়ের ফলে তিন ম্যাচ টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার পচেফস্ট্রমে দ্বিতীয় ম্যাচ। ওয়ানডতে ৩-০তে হোয়াইটওয়াশ হলেও দুটি ম্যাচে দারুণ ফাইট দিয়েছিল সফরকারী জিম্বাবুইইয়ে। কিন্তু প্রথম টি২০তে যে পাত্তাই পেল না হ্যামিল্টন মাসাকাদজার দল। বাংলাদেশ সফরের আগে প্রতিবেশী দেশে গিয়ে রীতিমতো বিধ্বস্ত ব্রেন্ডন টেইলর-এলটন চিগম্বুরারা। কোস্টারিকার কোচ হলেন গোস্তাভো মাতোসাস স্পোর্টস রিপোর্টার ॥ কোস্টারিকার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন উরুগুয়ের সাবেক ফুটবলার গোস্তাভো মাতোসাস। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। রাশিয়া বিশ্বকাপে খুব বাজে সময় কাটে কোস্টারিকার। গ্রুপপর্বের তলানিতে থেকে মিশন শেষ করে দলটি। অথচ চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। আর সেই কোস্টারিকাই ২০১৮ বিশ্বকাপ শেষ করে মাত্র এক পয়েন্ট নিয়ে। এরপর অস্কার রামিরেজের সঙ্গে আর চুক্তির নবায়ন করেনি কোস্টারিকা। বিশ্বকাপ শেষের প্রায় তিন মাস পর গোস্তাভো মাতোসাসকে নিয়োগ দিল দেশটি। কোচ হিসেবে মাতোসাসের পূর্ব অভিজ্ঞতা বেশ ভাল। মেক্সিকান লীগের দল লিওনকে দুইবার চ্যাম্পিয়ন করেন তিনি।
×