ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের ইনিংস ৯ রানেই শেষ, ১ রানে ৫ উইকেট বোলারের

প্রকাশিত: ০৭:১৫, ১১ অক্টোবর ২০১৮

মিয়ানমারের ইনিংস ৯ রানেই শেষ, ১ রানে ৫ উইকেট বোলারের

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে মিয়ানমার। মঙ্গলবার আইসিসি ওয়ার্ল্ড টি২০তে এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে মালয়েশিয়ার বিপক্ষে বৃষ্টি বাধার আগ পর্যন্ত ১০ ওভার ২ বল খেলে ৮ উইকেট হারিয়ে মিয়ানমার সংগ্রহ করে ৯ রান। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মাত্র ৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট হারানো মালয়েশিয়া পায় ৮ উইকেটের জয়। ১.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। আন্তর্জাতিক টি২০তে এর আগে এ সর্বানি¤œ ১০.৩ ওভারে ৩৯ রানে অলআউটের লজ্জার রেকর্ডটা ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে শ্রীঙ্কার বিপক্ষে। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নামে মিয়ানমার। তবে ৬ জন ব্যাটসম্যানই সাজঘরে ফেরেন ০ রানে। এছাড়া প্রতি বলে ১ রানের বেশি নিতে পারেনি বাকিদের কেউই। তাদের সংগ্রহ ৬ রানের সঙ্গে লেগবাই থেকে আসা ৩ রান যুক্ত হয়ে মোট স্কোর দাঁড়ায় ৯ রানে। মাত্র ত্রিশ মিনিটে সমাপ্ত হয় ইনিংসটি। ১২ বলে ৩ রান করা ওয়াই কে কো অং ছিলেন মিয়ানমারের সর্বোচ্চ রান সংগ্রহকারী। মালয়েশিয়ার হয়ে বাঁহাতি স্পিনার পভনদীপ ৩ ওভার মেডেন বল করেন। চতুর্থ ওভারে ১ রান দেয়ায় তার গড় গিয়ে দাঁড়ায় ০.২৫-এ। রেকর্ডের পথে ১ রান দিয়ে নেন ৫ উইকেট। পরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পং দানু’র বলে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে মালয়েশিয়া। কিন্তু পরবর্তীতে সুহান আলাগরাতনামের ছক্কায় ১.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
×