ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:১৫, ১১ অক্টোবর ২০১৮

ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই টেস্টের শেষ দিনে আজ অস্ট্রেলিয়ার সামনে ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই। ৪৬২ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থদিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ১৩৬ রান। জয়ের জন্য চাই আরও ৩২৬ রান। ইতিহাস ও বাস্তবতার বিচারে যেটা প্রায় অসম্ভব। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি করে জয়ের নজির নেই। ঘুরিয়ে দেখলে সিরিজের প্রথম টেস্ট জয়ের পথে অনেকটাই এগিয়ে সরফরাজ আহমেদের পাকিস্তান। আজ শেষ দিনে তাদের চাই আর ৭ উইকেট। অন্যদিকে দাঁতে দাঁত চেপে দিন পার করে ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার জন্য সেটি হবে জয়ের সমান আনন্দের। প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয় টিম পেইনের দল। পাকিস্তানের সংগ্রহ ৪৮২/১০ ও ১৮১/৬ (ডিক্লেঃ)। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১৪২ রান তোলার পরও অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে আসে ৮৭। কিন্তু এরপর সেই একই রানে উইকেট পড়েছে তিনটি। অভিষেক টেস্টে জোড়া পঞ্চাশের কাছে গিয়ে আউট হয়েছেন এ্যারন ফিঞ্চ। প্রথম ইনিংসে ফিফটির পর এবার ৪৯। পেসার মোহাম্মদ আব্বাসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ। এক বল পরই দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন শন মার্শ। শেষ নয় সেখানেই, বড় ভাইয়ের পথে হেঁটে শূন্য হাতে বিদায় মিচেল মার্শেরও। আবারও আব্বাসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ। হঠাৎ টালমাটাল হয়ে ওঠা ইনিংস সামলান উসমান খাজা। ট্রাভিস হেডকে নিয়ে লড়াই করে দিনের বাকিটা সময় পার করে দিয়েছেন। ম্যাচে জোড়া ফিফটি করে খাজা অপরাজিত ৫০ রানে। অভিষিক্ত হেড দিন শেষ করেছেন ৩৪ রান নিয়ে। এর আগে সকালে পাকিস্তান দিন শুরু করেছিল ৩ উইকেটে ৪৫ রানে। অস্ট্রেলিয়ার দুই স্পিনার জন হল্যান্ড ও নাথান লেয়নের বলে খুব সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানরা। ফিফটি করতে পারেননি একজনও। তবে কয়েকজনের কার্যকর ইনিংসে বাড়ায় তারা লিড। ২৩ রান নিয়ে শুরু করা ইমাম-উল-হক করেছেন ৪৮। আসাদ শফিক ৫৬ বলে ৪১। দুটি করে চার-ছক্কায় হারিস সোহেল ৩৯। লাঞ্চের আধাঘণ্টা পর ইনিংস ঘোষণা করে পাকিস্তান। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ॥ ৪৮২/১০ (১৬৪.২ ওভার; ইমাম ৭৬, হাফিজ ১২৬, আজহার ১৮, হারিস ১১০, আব্বাস ১, শফিক ৮০, বাবর ৪, সরফরাজ ১৫, বিলাল ১২, ওয়াহাব ৭*, ইয়াসির ৩; স্টার্ক ১/৯০, সিডল ৩/৫৮, লেয়ন ২/১১৪, হল্যান্ড ১/১২৬, লাবুশেন ১/২৯, মিচেল মার্শ ০/৩৮) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৮১/৬ ডিক্লেঃ (৫৭.৫ ওভার; ইমাম ৪৮, হাফিজ ১৭, বিলাল ০, হারিস ৩৯, শফিক ৪১, বাবর ২৮*; স্টার্ক ০/১৮, লেয়ন ২/৫৮, সিডল ০/৩, হল্যান্ড ৩/৮৩, লাবুশেন ১/৯)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ২০২/১০ (৮৩.৩ ওভার; খাজা ৮৫, ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, ট্রেভর হেড ০, লাবুশেন ০, পেইন ৭, স্টার্ক ০, সিডল ১০, লেয়ন ৬, হল্যান্ড ০*; আব্বাস ৪/২৯, ওয়াহাব ০/৩৯, ইয়াসির ০/৮০, হাফিজ ০/২, বিলাল আসিফ ৬/৩৬, আজহার ০/৩) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৩৬/৩ (৫০ ওভার; ফিঞ্চ ৪৯, খাজা ৫০*, শন মার্শ ০, মিচেল মার্শ ০, হেড ৩৪*; আব্বাস ৩/২৬, হাফিজ ০/১০, ইয়াসির ০/৪২, ওয়াহাব ০/১৩, বিলাল ০/৪০, হারিস ০/২)। * চতুর্থদিন শেষে
×