ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির দলে ভিলিয়ার্স- গেইল

প্রকাশিত: ০৭:১৩, ১১ অক্টোবর ২০১৮

মাশরাফির দলে ভিলিয়ার্স- গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) গত আসরেই দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স খেলবেন রংপুর রাইডার্সে, এমন কথা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে এবার বোধহয় তা সত্য হতে চলেছে। ভিলিয়ার্স এবার রংপুরে খেলবেন। আর আগে থেকেই তো একই দলে আছেন ক্রিস গেইল। বিপিএলে এবার একই দলে গেইল ও ভিলিয়ার্সকে দেখা যাবে। সেই দলের নেতৃত্বে আবার থাকছেন মাশরাফি বিন মর্তুজা। তাতে বলাই যায় মাশরাফির দলে, মাশরাফির নেতৃত্বে খেলবেন গেইল-ভিলিয়ার্স। শুধু কি গেইল ও ভিলিয়ার্স, ইংল্যান্ড ওপেনার ব্যাটসম্যান এ্যালেক্স হেলসও নিশ্চিত হয়েছেন। রংপুরের হয়ে খেলবেন হেলসও। এবার ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি শুরু হতে পারে বিপিএলের ষষ্ঠ আসর। এ আসরে গত আসরের চ্যাম্পিয়ন দল রংপুর আবারও মাঠ কাঁপাতে প্রস্তুত। তাই তো টি২০ ক্রিকেটের সব মারমুখী ব্যাটসম্যানদের দলে ভেড়াতে শুরু করেছে দলটি। ষষ্ঠ আসরের জন্য দু’জন বিদেশী ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ রাখা হয়েছে। ভিলিয়ার্সকে আসন্ন আসরের জন্য ও হেলসকে দুই আসরের জন্য চুক্তি করা হয়েছে বলেই জানা গেছে। রংপুর এরই মধ্যে গত আসর থেকে ধরে রাখা চার ক্রিকেটারের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমা দিয়েছে। গত আসরের দুই মারকুটে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের মধ্যে ক্রিস গেইলকে রেখে ম্যাককালামকে ছেড়ে দিয়েছে রংপুর। দেশী খেলোয়াড়দের তালিকা থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন। বাকি যে তিনজনকে রিটেইন করা হয়েছে তারা হলেন মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন। আর ১৪দিন পর ২৫ অক্টোবর বিপিএল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিপিএল আবারও পিছিয়ে যেতে পারে বলেই ধারণা করা হয়েছে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যথাসময়েই বিপিএল হবে সেই নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করব না। জিম্বাবুইয়ে আর ওয়েস্ট ইন্ডিজের সফর নিয়ে কিন্তু আগেই ডেট ফিক্সড ছিল। এই দুই সিরিজের জন্যই মূলত বিপিএল পিছিয়ে দিতে হয়েছে। নির্বাচনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। ডিসেম্বরে আয়োজন করা যেত। কিন্তু তখন আবার খেলোয়াড় পাওয়া যাবে না। তবে নির্বাচনের তারিখ যতো তাড়াতাড়ি জানবো তত সুবিধা। এখন পর্যন্ত ডিসেম্বরের শেষে হতে পারে বলে জানি। এটা আবার পরিবর্তন হতে পারে। আগে হলে তো ভাল।’ সঙ্গে বিসিবি প্রধান যোগ করেন, ‘ক্রিকেটে আজকে যে জায়গায় এসেছে তাতে আমরা সবার সমর্থন পাচ্ছি। বিরোধী দলও ক্রিকেটকে ছাড় দিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী খেলার জন্য পাগল। তবে সমস্যা তো থাকবেই। আমার ধারণা সবার সহযোগিতা পাব। সবাই আমাদের যে সমর্থন দিচ্ছে এটা পেলে কোন সমস্যা হবে বলে মনে হয় না। এটা নিয়ে চিন্তা করে খেলাধুলা তো আর পেছানো যাবে না। ৫ তারিখ থেকে সরানোর কোন কারণ নেই। এর মধ্যে যদি নির্বাচনের তারিখ পড়ে যায় আর ওরকম কোন অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হলে সেটা থেকে সরব না।’ যথাসময়ে বিপিএল হলে ৫ জানুয়ারি শুরু হয়ে যাবে। তা শুরু হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ বছর মে মাসে নিজেকে সরিয়ে নেয়া ভিলিয়ার্সকে এবার বিপিএলেও দেখা যাবে। এবার রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে আসবেন ভিলিয়ার্স। সেই দলেই থাকছেন গেইল। মাশরাফির নেতৃত্বে এ দুইজন খেলবেন।
×