ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী টি২০ বিশ্বকাপের বাংলাদেশ দল

প্রকাশিত: ০৭:১৩, ১১ অক্টোবর ২০১৮

নারী টি২০ বিশ্বকাপের বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত চূড়ান্ত দলে ১৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। অপেক্ষমাণ আছেন আরও চারজন। বড় কোন টুর্নামেন্ট হিসেবে বহুদিন পর সুযোগ পেয়েছেন লতা ম-ল। দুই বছর পর তিনি টি২০’র বড় কোন আসর খেলার জন্য দলে সুযোগ পেলেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে টি২০ খেলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ ও ওয়ানডে সিরিজে ১৮ সদস্যের দল ছিল। সেখান থেকে এবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের ভালভাবে দেখে নেয়া হয়। লতা খুব আহামরি কিছু করেননি। পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে দল জেতে। লতা অপরাজিত ৩ রান ও ১ উইকেট শিকার করেন। চার ম্যাচের টি২০ সিরিজের দুটিতে খেলেন। একটিতে রানের খাতা খোলার আগে আউট হওয়ার সঙ্গে ১ উইকেট নেন। আরেক ম্যাচে ৪ রান করেন। তবে টিম ম্যানেজমেন্ট মনে করেছে বিশ্বকাপের মতো বড় আসরে লতাকে দরকার। আর তাই বিশ্বকাপের চূড়ান্ত দলে লতাকে রাখা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকা শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন ও মুর্শিদা খাতুন বাদ পড়েছেন। অপেক্ষমাণ তালিকাতে শারমিন, সুরাইয়ার সঙ্গে শায়ালা শারমিন ও সুলতানা খাতুন রয়েছেন। বিশ্বকাপ শুরু হবে ৯ নবেম্বর। শেষ হবে ২৪ নবেম্বর। বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলে বাংলাদেশ মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৪ নবেম্বর প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ নবেম্বর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলবে সালমা খাতুনের দল। ৯ নবেম্বর বিশ্বকাপের মিশনে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করবে। এরপর ১২ নবেম্বর ইংল্যান্ডের, ১৪ নবেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ১৮ নবেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২২ নবেম্বর হবে সেমিফাইনাল দুটি। ২৪ তারিখ ফাইনাল হবে। বাংলাদেশ দল ॥ সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা ম ল, শারমিন আক্তার।
×