ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে আজ সোনার মেয়েরা

প্রকাশিত: ০৭:১১, ১১ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে আজ সোনার মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ফুটবলকে সাফল্যের সোনারোদে ভাসিয়ে চলেছেন মেয়েরা। গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ধারাবাহিক সাফল্য পাচ্ছেন মারিয়া, মৌসুমী, সানজিদা, স্বপ্নারা। এরই ধারাবাহিকতায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দু’টি অনুর্ধ আসরে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমে ২৩ সেপ্টেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনুর্ধ-১৬ বাছাই চ্যাম্পিয়নশিপে সেরা হয় বাংলার কিশোরীরা। মূলত এই দলটিকেই আজ সংবর্ধনা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএফসির সাফল্যের পর ৭ অক্টোবর ভুটানে সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। জানা গেছে, এই দলকেও পরবর্তীতে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকায় অনুর্ধ-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের সোনার মেয়েরা। অল্প সময়ের ব্যবধানে সাফল্য পাওয়া তিনটি অনুর্ধ দলের বেশ কয়েকজন ফুটবলার তিন দলেই খেলেছেন। এ কারণে এএফসি অনুর্ধ-১৬ বাছাইয়ে চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা হলেও সাফল্য পাওয়া তিন দলেরই প্রতিনিধিত্ব থাকছে আজ বঙ্গভবনে। বিকেল ৫টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সফল ফুটবলার ছাড়াও সকল স্টাফকে পুরস্কৃত করা হবে। জানা গেছে, সংবর্ধনার পাশাপাশি প্রত্যেক ফুটবলারকে দেয়া হতে পারে এক লাখ টাকা করে চেক। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমাদের জন্য খুবই খুশির খবর প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। তিনি ফুটবলকে খুবই ভালবাসেন। এর আগে ভুটানে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ মহিলা ফুটবলারদের পাশে মন্ত্রীদের দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ আহ্বান জানান তিনি। মন্ত্রিসভার সদস্যের উদ্দেশে শেখ হাসিনা বলেন, অনুর্ধ-১৮ মহিলা ফুটবলারদের অধিকাংশ গরিব পরিবার থেকে এসেছে। তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। তাদের অবস্থা এতটাই খারাপ যে, কোন পার্টিতে যাওয়ার জন্য ভাল মানের পোশাকও নেই। প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে তাদের পোশাকের ব্যবস্থা করা হয়েছে। আরও ভাল মানের পোশাক দেয়া হবে। এছাড়া অন্যান্য আর্থিক সুবিধাও প্রদান করা হবে। তবে আমি চাই মন্ত্রীরাও তাদের পাশে দাঁড়াক। প্রধানমন্ত্রীর এমন কথার পর মেয়েরা ভাল কিছু পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা ঘোষণা দিলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। এবার প্রধানমন্ত্রী স্বর্ণসাফল্য এনে দেয়া মেয়েদের ভাল কিছু দেবেন বলে বিশ্বাস ফুটবলারদের। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয় স্বাগতিক বাংলাদেশ পুরুষ জাতীয় দল। এরপর অনেকে মন্তব্য করেছেন, ছেলেদের সুযোগ-সুবিধা মেয়েদের দেয়া হলে তারা দেশের মুখ আরও উজ্জ্বল করবে। বাংলাদেশের বিদায়ের পর স্বয়ং মহিলা দলের বেশ কয়েকজন ফুটবলার আফসোস প্রকাশ করেন। তারা বলেন, আমরা এত এত সাফল্য এনে দিচ্ছি তবু আমাদের দিকে কেউ দৃষ্টি দেয় না। অথচ অন্যরা কত সুযোগ-সুবিধা পেয়ে থাকে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা প্রসঙ্গে এক প্রমীলা ফুটবলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জানি প্রধানমন্ত্রী খেলাপাগল। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের ভাল কিছুই দিবেন। এতে করে আমরা আরও বেশি উৎসাহ পাব। প্রধানমন্ত্রী নিজেও একজন মেয়ে, আশাকরি তিনি বুঝতে পারবেন।
×