ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন মাথাওয়ালা শিশুর জন্ম

প্রকাশিত: ০৬:৫৬, ১১ অক্টোবর ২০১৮

তিন মাথাওয়ালা শিশুর জন্ম

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১০ অক্টোবর ॥ ভা-ারিয়া উপজেলায় তিন মাথাবিশিষ্ট অদ্ভুত আকৃতি এক ছেলে শিশুর জন্ম হয়েছে। বুধবার ভোরে ভা-ারিয়া উপজেলার ফাতেমা ক্লিনিক এ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অদ্ভুত ওই শিশুটির জন্ম হয়। শিশুটির মায়ের নাম রেহেনা আক্তার। তিনি ঝালকাঠি জেরার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী। শিশুটির দাদা শাহজাহান হাওলাদার জানান , বুধবার ভোর রাতে প্রসব বেদনা নিয়ে ভা-ারিয়া উপজেলার ফাতেমা ক্লিনিক এ্যান্ড নার্সিং হোমে ভর্তি হন রেহেনা আক্তার। পরে সকাল সাড়ে ছয়টার দিকে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। মেছোবাঘ উদ্ধার সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১০ অক্টোবর ॥ বুধবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মোহের আলীর বাড়িতে আটক আড়াই ফুট লম্বা একটি মেছোবাঘ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, মঙ্গলবার রাত একটার সময় মুরগি খেতে গিয়ে খাঁচার ভেতর মেছোবাঘটি আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে।
×