ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমপিও শীটে নাম না থাকায় শিক্ষকের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫৫, ১১ অক্টোবর ২০১৮

এমপিও শীটে নাম না থাকায় শিক্ষকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এমপিও শীটে নাম না থাকায় বিষপানে আত্মহত্যা করেছেন বিধান চন্দ্র ঘোষ (৪২) নামের এক স্কুল শিক্ষক। মঙ্গলবার রাতে বিষপান করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বুধবার সকালে তার মৃত্যু হয়। বিধান চন্দ্র ঘোষ তালার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) এবং দৌলতপুর গ্রামের মৃনাল কান্তি ঘোষের ছেলে। পুলিশ জানান, তিনি ২০০২ যোগদান করে অদ্যাবধি সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। ২০১৬ সালে বিদ্যালয়ের মন্ত্রণালয়ের অডিটের সময় তার সনদ সংক্রান্ত ত্রুটি দেখা যায়। তিনি নিয়মিত বেতনও উত্তোলন করে আসছিলেন। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিও শীটে তার নাম না থাকার বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাত আটটার দিকে লোক লজ্জার ভয়ে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। পরকীয়া ॥ বাউফলে ২ শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ অক্টোবর ॥ পরকীয়ায় আসক্ত বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ সরকারী প্রাইমারী স্কুলের দুই সহকারী শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই স্কুলের কয়েক শ’ শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার বিকেল ৪টার দিকে স্কুলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দীন ওই স্থানে অবস্থান করছিলেন। তিনি ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য আসেন। জানা গেছে, হোসনাবাদ সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ও দুই সন্তানের জনক আনিচুর রহমানের সঙ্গে একই স্কুলে সহকারী শিক্ষক এবং এক সন্তানের জননী লুবনা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। এ কারণে স্কুলে পরিবেশ বিনষ্ট হচ্ছিল। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ওই দুই শিক্ষকের বদলির দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল।
×