ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে ব্রি

প্রকাশিত: ০৬:৫৪, ১১ অক্টোবর ২০১৮

উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে ব্রি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বোরো মৌসুমে চাষের উপযোগী ধানের দুটি নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ( ব্রি)। নতুন উদ্ভাবিত জাত দুটি হলো ব্রি ধান৮৮ ও ব্রি ধান৮৯ । ব্রি’র বিজ্ঞানীরা জানান, ব্রি ধান৮৮ এর গড় ফলন হেক্টর প্রতি ৭ টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে ফলন হেক্টরে ৮.৮ টন পর্যন্ত পাওয়া যায়। ব্রি ধান৮৯ -এর গড় ফলন হেক্টর প্রতি ৮ টন। তবে উপযুক্ত পরিচর্যায় এ জাত হেক্টর প্রতি ৯.৭ টন ফলন দিতে সক্ষম। কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের সভায় মঙ্গলবার এ নতুন জাত দুটি অনুমোদন পায়। সভায় ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরসহ কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় বীজ বোর্ডের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর জানান, ব্রি ধান৮৮ বোরো মৌসুমের স্বল্প মেয়াদী একটি জাত। কচুয়ায় ২০ ককটেল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১০ অক্টোবর ॥ কচুয়ায় ২০ ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে ১টি বিস্ফোরিত ও ১৯টি ককটেল উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। ওই দিন সকালে নির্মাণ শ্রমিকরা পরিত্যক্ত ভবনটি ভাঙ্গার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। সংবাদ পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূইয়া, পুলিশ উপপরিদর্শক সাদেকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ককটেলগুলো উদ্ধার করেন।
×