ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হামদর্দে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৬:৫৪, ১১ অক্টোবর ২০১৮

হামদর্দে মতবিনিময় সভা

সম্প্রতি বাংলামোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারের হামদর্দ প্রধান কার্যালয় মিলনায়তনে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের কর্মকর্তাদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক প্রটোকল ও লিগ্যাল এ্যাফেয়ার্স মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব.), পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ ভূঁইয়া, মোতাওয়াল্লি ও পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, কনসালটেন্ট আর এন্ড ডি ড. জহিরুল হক এবং হামদর্দ প্রধান কার্যালয় ও হামদর্দ আধুনিক কারখানার কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি। রমেক থেকে নবজাতক চুরি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১০ অক্টোবর ॥ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল (রমেক) থেকে এক নবজাতক চুরি হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন ও থানায় অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
×