ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রীসহ নিহত তিন

প্রকাশিত: ০৬:৫৩, ১১ অক্টোবর ২০১৮

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রীসহ নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ অক্টোবর ॥ কুমিল্লায় দুই মাইক্রোবাস ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ তিন নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও কমপক্ষে ১১জন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- জেলার দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮)। তারা চান্দিনা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। নিহত অপরজন জেলার মনোহরগঞ্জের দুর্গাপুর গ্রামের লাভলী আক্তার (২৮)। মাইক্রোবাস যাত্রী আহত সামছুল হুদা জানান, তিনি চান্দিনা বাসস্টেশন থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে উঠেন। ওই মাইক্রোবাসে কলেজ ছাত্রীসহ আরও অন্তত ১০ জন ছিল। গোবিন্দপুর স্টেশনে পৌঁছার পর যাত্রী নামানোর জন্য গাড়িটি থামলে পেছনের দিক থেকে একটি মাইক্রোবাস ওভারটেকিং করছিল। এ সময় পেছন থেকে ছুটে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক দুইটি মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ময়নামতি থানার এসআই হারাধন চন্দ্র দাস জানান, একটি বড় মাইক্রোবাস চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট যাচ্ছিল, অপরটি বিদেশী যাত্রী নিয়ে ঢাকা থেকে মনোহরগঞ্জ যাচ্ছিল। মাইক্রোবাসের যাত্রী নামানোর সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে লাভলী আক্তার নিহত হয়। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুনমুন এবং হাসপাতালে নেয়ার পর পপি আক্তার মারা যান। দুর্ঘটনাকবলিত ২টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে, তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। মাদারীপুরে পথচারী নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রাজৈরে ট্রাকের ধাক্কায় হালিম বেপারি (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ সদর উপজেলার কেন্দুয়া গ্রামের বাসিন্দা। টেকনাফে হেলপার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়া ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার জন আহত হয়েছে। বুধবার সকালে উখিয়ার হামজাপাড়া ও টেকনাফের পল্লী বিদ্যুত অফিসের সামনে পৃথক এ ঘটনা ঘটে। জানা যায়, রোহিঙ্গাদের সেবার নামে নিয়ে আসা অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাক উল্টে উখিয়ার কুতুপালংয়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে।
×