ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদক থেকে দূরে থাকার শপথ নিলেন ২ ভার্সিটির শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:৫০, ১১ অক্টোবর ২০১৮

মাদক থেকে দূরে থাকার শপথ নিলেন ২ ভার্সিটির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে রাজধানীর দুটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ করানো হয়েছে। এ বিষয়ে তাদের সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করার মতো গুরুদায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বুধবার বনানী বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ও সাউথ এশিয়া ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচী পালন করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দিন আহমেদ ও মাদক কর্মকর্তা খোরশেদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় উপস্থিত ছিলেন। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে জামাল উদ্দিন আহমেদ বলেন, মাদক এখন দেশের এক নম্বর সমস্যা। শুধু আইনশৃখঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের লোকজন এগিয়ে আসলে এ সঙ্কট নিরসন করা যাবে। বক্তৃৃৃতা শেষে শিক্ষার্থীদের একযোগে মাদক থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করান মহাপরিচালক।
×