ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের হিসাবে লভ্যাংশ জমা করেছে ন্যাশনাল লাইফ

প্রকাশিত: ০৬:৪৪, ১১ অক্টোবর ২০১৮

বিনিয়োগকারীদের হিসাবে লভ্যাংশ জমা করেছে ন্যাশনাল লাইফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ন্যাশনাল লাইফ বিইএফটিএনের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল লাইফ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ। অকারণে দর বাড়ছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৯ অক্টোবর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল এক হাজার ৩২৯ টাকা ৫০ পয়সা।
×