ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:৪২, ১১ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

বাবা-মায়ের বিরুদ্ধে শিশুদের বিক্ষোভ জার্মানির হামবুর্গে দেখা গেল এক অবাক করা মিছিল। সেখানে শিশুরা তাদের মা-বাবার সারাদিন স্মার্টফোনে আসক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামে। দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৈরি হয়েছিল স্মার্টফোন। সেই স্মার্টফোনই এখন সারাদিনের সঙ্গী। স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না এমন মানুষের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। আর স্মার্টফোনে আসক্তির প্রবণতার নিরিখে শিশুরা এগিয়ে রয়েছে অনেকটাই। তবে জার্মানির ছবিটা আলাদা। সেখানে শিশুরা নয়, মা-বাবারা আসক্তির শিকার। জার্মান সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মা-বাবার মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রতিবাদে হামবুর্গের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিশুরা। তারা সেখানে স্লোগান তোলে, আমরা পথে, কারণ আমাদের বাবা-মায়ের চোখ মোবাইল ফোনের স্ক্রিনে। বিক্ষোভে নেতৃত্ব দেন ইমিল (৭)। -ডয়েচে ভেলে
×