ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিসিসির রিপোর্ট সম্পর্কে নীরব ট্রাম্প

প্রকাশিত: ০৬:৪১, ১১ অক্টোবর ২০১৮

আইপিসিসির রিপোর্ট সম্পর্কে নীরব ট্রাম্প

বিশ্বে বন্যা, অনাবৃষ্টি, চরম উষ্ণতা ও দারিদ্র্য বেড়ে যাবে যদি জলবায়ু পরিবর্তনে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ না করা হয়। জাতিসংঘের এক বিশেষ রিপোর্টে এ সতর্কবাণী উচ্চারণ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈশিষ্ট্যসুলভ নীরবতা পালন করছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। সিউলে সোমবার জাতিসংঘ ইন্টার-গবর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জেয়ের (আইপিসিসি) রিপোর্ট প্রকাশকালে প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডা সফর করছিলেন। ফ্লোরিডায় সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়া এবং বর্তমানে হারিকেন মাইকেলের কবলে পড়ায় রাজ্য বিশেষভাবে নাজুক অবস্থায় রয়েছে। আইপিসিসির রিপোর্টে সোমবার সতর্কতা উচ্চারণ করে বলা হয়, বৈশ্যিক উষ্ণতা ১ দশমিক ৫ সেলসিয়াস অতিক্রম করলে এর তীব্র প্রভাব ঠেকাতে হলে নজিরবিহীন উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
×