ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত দাবি মানেকার

প্রকাশিত: ০৬:৪১, ১১ অক্টোবর ২০১৮

এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত দাবি মানেকার

হ্যাশট্যাগ মিটু আন্দোলনের জোয়ার বইছে ভারতে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার ভারতের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হলো। ছয় নারী সাংবাদিক তার বিরুদ্ধে এসব অভিযোগ করেন। এদিকে কেন্দ্রীয় ইউনিয়নমন্ত্রী মানেকা গান্ধী যৌন হয়রানির অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে যৌন হয়রানির অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে সেই মন্ত্রী আকবর বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেননি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের। নাইজিরিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়া-ওয়েস্ট আফ্রিকা কনক্লেভ সম্মেলনে যোগ দিতে আকবর এখন সেখানে রয়েছেন। যৌন হয়রানির অভিযোগ করা ছয় নারীর সবাই সাংবাদিক। আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগগুলো প্রধানত সেই সময়ের যখন তিনি কলকাতায় ‘সানডে’ ম্যাগাজিন ও ‘দ্য টেলিগ্রাফ’ সম্পাদনা করেন। এরপর তিনি এশিয়ান এজ ও দ্য সানডে গার্ডিয়ান পত্রিকা সম্পাদনা করেন। পরে সাংবাদিকতা ছেড়ে প্রথম কংগ্রেসে যোগ দেন। পার্লামেন্ট সদস্যও হন। বিজেপিতে যোগ দিয়ে এখন তিনি মন্ত্রী। সাংবাদিক প্রিয়া রামিনি প্রথম এক বছর আগে আকবরের বিরুদ্ধে অভিযোগ আনেন। যদিও তিনি সে সময় তার নাম বলেননি। সম্প্রতি এক টুইটে তিনি সরাসরি আকবরের নাম নেন। তিনি জানান, কিভাবে আকবর নারী সাংবাদিকদের হোটেলে ডেকে নিয়ে মদ খাওয়াতেন এবং জোর করে জড়িয়ে ধরতেন, ঘনিষ্ঠভাবে বসতে বাধ্য করতেন ও অশালীন আচরণ করতেন। যৌন হয়রানি শিকার নারীদের মধ্যে সাংবাদিক সাবা নাকভি অন্যতম। তিনি ডেইলিও অনলাইনে লেখা এক অনুচ্ছেদে কর্মক্ষেত্রে সম্পাদকের দ্বারা নিগ্রহের কথা লেখেন। তিনি ওই সম্পাদককে ‘গ্র্যান্ড মোঘল এম্পায়ার’ বলে অভিহিত করেন। সম্পাদকের নাম না বললেও পরে সেই ব্যক্তি একজন রাজনীতিবিদ হন তা জানান। নাকভি বলেন, সম্পাদক সাহেব তাকে জোর করে মদ খাওয়ালেন ও জড়িয়ে ধরলেন। এক সময় তিনি সম্পাদককে জোরে ধাক্কা দিয়ে হোটেল কক্ষ থেকে বেরিয়ে যান। তিনি ওই ব্যক্তির কাছে নিজেকে কখনই সমর্পণ করেননি।
×