ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার লাখ লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে ভয়াবহ হারিকেন মাইকেল

প্রকাশিত: ০৬:৪০, ১১ অক্টোবর ২০১৮

ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে ভয়াবহ হারিকেন মাইকেল

ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে, শক্তি সঞ্চয় করে চার মাত্রার হারিকেনে পরিণত হওয়া মাইকেল ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস)। স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে হারিকেনটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। এর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বিপুল বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসি ও এএফপির। ফ্লোরিডার গবর্নর রিক স্কট ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন। মধ্য আমেরিকায় তা-ব চালিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসা মাইকেলের কারণে এরই মধ্যে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারের বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্কুল ও অঙ্গরাজ্যের বিভিন্ন কার্যালয়ও বন্ধ রাখা হয়েছে। ‘এটা জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য হয়ে দাঁড়াতে পারে,’ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলেছেন ফ্লোরিডার গবর্নর স্কট। এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। হারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের কিছু কিছু এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টি হতে পারে, ১২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে ধারণা দেয়া হয়েছে। বুধবারের মধ্যেই ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। ফ্লোরিডার প্যানহ্যান্ডেল কিংবা বিগ বেন্ড এলাকায় যখন মাইকেল আঘাত হানবে তখন সেটি চার মাত্রার কাছাকাছি শক্তির হবে বলে পূর্বাভাসে সতর্ক করা হচ্ছে। ভূমিতে আঘাত হানার পর এটি দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হতে পারে, সর্বশেষ আবহাওয়া বুলেটিনে এমনটাই জানায় এনএইচএস। মাইকেলকে ‘দানবীয় ঝড়’ আখ্যা দিয়ে কর্মকর্তাদের নির্দেশ শুনতে উপকূলীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন গবর্নর স্কট। ভয়াবহ এ ঝড় রাজ্যের একাংশকে একেবারেই তছনছ করে দিতে পারে, বিশেষ করে প্যানহ্যান্ডেল এলাকাটিকে। এটি ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে কয়েক দশকের মধ্যে আঘাত হানতে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পানির যে প্রাচীর আসছে তাতে কেউই বাঁচতে পারবেন না, সংবাদ সম্মেলনে সবাইকে সতর্ক করে বলেন স্কট। ঝড় মোকাবেলায় ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্যকে মোতায়েন করার কথা আগের দিনই জানিয়েছিলেন ফ্লোরিডার গবর্নর। মাইকেলের কারণে যুক্তরাষ্ট্রের উপকূলরেখা বরাবর ৩০০ মাইলের বেশি এলাকা ঝুঁকির মুখে আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।
×