ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরও ১৩ স্কুল ও তিন কলেজ সরকারী করা হলো

প্রকাশিত: ০৭:৫৬, ১০ অক্টোবর ২০১৮

আরও ১৩ স্কুল ও তিন কলেজ সরকারী করা হলো

স্টাফ রিপোর্টার ॥ আরও ১৩টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি বেসরকারী কলেজকে সরকারী করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়, বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুঁইমারা উপজেলার গুঁইমারা মডেল হাই স্কুল, বাগেরহাটের মংলা উপজেলার টি এ ফারুক স্কুল এ্যান্ড কলেজ, একই জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট হাই স্কুল, রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়, যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের হিজলা উপজেলার সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার বালঘাটা উপজেলার জলমা চরকাখালী মাধ্যমিক বিদ্যালয়, মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা উপজেলার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ। এদিকে সরকারী হওয়া কলেজ হচ্ছে-কক্সবাজারের উখিয়া উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ রাসেল ডিগ্রী কলেজ এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ২৫টি, ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর ১টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হয়। সম্প্রতি ১২৬টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হলো। এ নিয়ে দেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৬১২টি। অন্যদিকে ১২ সেপ্টেম্বর ১৪টি, ২৭ আগস্ট ৫টি এবং ১২ আগস্ট ২৭১টি বেসরকারী কলেজকে সরকারীকরণের প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে এ বছর ২৯৩টি বেসরকারী কলেজ সরকারী করা হলো।
×