ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালির পদত্যাগ

প্রকাশিত: ০৭:৫৬, ১০ অক্টোবর ২০১৮

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালির পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। হ্যালির পদত্যাগপত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। খবর সিএনএনের। যদিও হোয়াইট হাউস থেকে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে হোয়াইট হাউস থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছিল, মঙ্গলবার সকালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন হ্যালি। ২০১৭ সালের জানুয়ারিতে হ্যালি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘে যোগ দেন।
×