ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ হংকংয়ের তিন ক্রিকেটার

প্রকাশিত: ০৬:৫৩, ১০ অক্টোবর ২০১৮

নিষিদ্ধ হংকংয়ের তিন ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙ্গায় সাময়িক নিষিদ্ধ হয়েছেন হংকংয়ের তিন ক্রিকেটার ইরফান আহমেদ, নাদিম আহমেদ ও হাসিব আমজাদ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই তিনজনকে সাময়িক নিষিদ্ধ করার কথা জানায়। তিনজনের বিরুদ্ধেই ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বের (যেটা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারিতে) ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। দুই ভাই ইরফান ও নাদিমকে ২০১৬ টি২০ বিশ্বকাপের একটি ম্যাচের জন্যও অভিযুক্ত করা হয়েছে। ফরাসী দলে ফিরলেন পায়েত স্পোর্টস রিপোর্টার ॥ পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন নাবিল ফেকির। লিও’র এ ফরোয়ার্ড রবিবার পিএসজির বিপক্ষে লিঁও’র হয়ে খেলেছেন। এদিনই পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছিলেন তিনি। ফলে এ ফরোয়ার্ড ফ্রান্স জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নিতে। এতেই সুযোগ উন্মুক্ত হয়েছে ৩১ বছর বয়সী মার্শেই প্লে-মেকার দিমিত্রি পায়েতের। এক বছর পর আবার ফিরেছেন তিনি জাতীয় দলে। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে বেলারুশের বিপক্ষে খেলেছিলেন ৩৭ আন্তর্জাতিক ম্যাচ খেলা পায়েত।
×