ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হংকং ওপেনের শুরুতেই বিদায় ওস্টাপেঙ্কোর

প্রকাশিত: ০৬:৫২, ১০ অক্টোবর ২০১৮

হংকং ওপেনের শুরুতেই বিদায় ওস্টাপেঙ্কোর

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো এবার হংকংয়ের ওাসরে তিন নম্বর বাছাই হিসেবে নেমেছিলেন। কিন্তু প্রথম রাউন্ডেই তিনি বিস্ময়করভাবে বিদায় নিয়েছেন। ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ২৯৯ নম্বরে থাকা লাটভিয়ার তরুণী স্লোভাকিয়ার ক্রিস্টিনা কুচোভার কাছে হেরে যান তিনি। এই ওাসরে ৮ নম্বর বাছাই হিসেবে খেলা ফ্রান্সের এলিজ করনেট ওবশ্য দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। বিশ্বের ১৮ নম্বর ওস্টাপেঙ্কো প্রথম সেটেই জয় তুলে নিয়েছিলেন। তার প্রতিপক্ষ কুচোভা গত এক বছরে কোন ডব্লিউটিএ ওাসরের মূল ড্রয়ে জায়গা করে নিতে পারেননি। কিন্তু তারই বিপক্ষে প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জয় তুলে নিতেই ঘাম ঝরাতে হয়েছে ওস্টাপেঙ্কোকে। কিন্তু পরের দুই সেটে ওার কোন লড়াই হয়নি। একতরফাভাবে তাকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দেন কুচোভা। উঠে যান দ্বিতীয় রাউন্ডে। ওবশ্য বেশ কয়েকবার চেয়ার ওাম্পায়ারের পয়েন্ট কল নিয়ে ওভিযোগ করেন ওস্টাপেঙ্কো। এ কারণে হারের পর ওাক্ষেপ ভরে ওস্টাপেঙ্কো বলেন, ‘টেনিসে মাঝে মাঝে একটি বলই পুরো ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। কিন্তু চেয়ার ওাম্পায়ারের কয়েকটি কলে ওামি বিভ্রান্ত হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে ওামি চ্যালেঞ্জগুলো নিতে পারিনি এবং ভাল কিছুও করতে পারিনি।’ মাত্র ২১ বছর বয়সী এ তারকা কিছুদিন ওাগে চায়না ওপেনেও খুব বাজে নৈপুণ্য দেখিয়েছেন। ওবশ্য সেটার পেছনে কারণ ছিল কব্জির ইনজুরি। কিন্তু এদিন তিনি হারের কারণ হিসেবে মনে করেন ২৮ বছর বয়সী প্রতিপক্ষের মনোভাব। কুচোভা এমনভাবে খেলেছেন যে তার ওাসলে হারাবার কিছুই নেই।
×