ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসিফ ঘূর্ণিতে বেসামাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৫১, ১০ অক্টোবর ২০১৮

আসিফ ঘূর্ণিতে বেসামাল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিলাল আসিফের দুরন্ত ঘূর্ণি বোলিংয়ের মুখে দুবাই টেস্টে বেসামাল হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ৪৮২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ২০২ রানে গুটিয়ে গেছে টিম পেইনের দল। ওপেনিংয়ে উসমান খাজা (৮৫) ও অভিষিক্ত এ্যারন ফিঞ্চ (৬২) জোড়া হাফসেঞ্চুরি তুলে নিলেও পাকিদের সাঁড়াশি আক্রমণের মুখে আর কেউ দাঁড়াতে পারেননি। অভিষেকে মাত্র ৩৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন অফস্পিনার বিলাল আসিফ। বাকি ৪ উইকেটের সবকটিই নিয়েছেন ক্যারিয়ারের নবম টেস্ট খেলতে নামা পেসার মোহাম্মদ আব্বাস। মঙ্গলবার তৃতীয়দিনের শেষ বেলায় অবশ্য পুনরায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ১৬ ওভারে ৪৫ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট। যদিও ৭ উইকেট হাতে রেখে ইতোমধ্যে লিডটা (৩২৫) চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে গেছে সরফরাজবাহিনী। অনেকটা অপ্রত্যাশিতভাবে ৩৩ বছর বয়সে ডাক পেয়েছেন আসিফ। তাকে অন্তর্ভুক্ত করায় ইনজামাম উল হকের নির্বাচক কমিটিও ছিল সমালোচিত। কিন্তু অভিষেকে ৫ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষ ব্যাটিং ধসিয়ে দিয়েছেন ডানহাতি অফব্রেক বোলার। সবমিলিয়ে ১৬০তম এবং পাকিস্তানের ১১তম বোলার হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন বিলাল। বড় রানের জবাব দিতে নেমে শুরুটা অবশ্য দুর্দান্তই করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ফিঞ্চ ও খাজা। অভিষেকে ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৬২ রানে দলীয় ১৪২ রানের মাথায় সাজঘরে ফেরেন ফিঞ্চ। ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি, ভেঙ্গে যায় অস্ট্রেলিয়ানদের প্রতিরোধও। এরপর চোখের পলকে বিনা উইকেটে ১৪২ থেকে ৮ উইকেটে ১৯১ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। যার পুরো কৃতিত্বই অভিষিক্ত অফস্পিনার বিলাল আসিফের। ঘূর্ণিজালের এক স্পেলে একের পর এক তুলে নেন অস্ট্রেলিয়ানদের উইকেট। পূরণ করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ইনিংসে বিলাল আসিফের বোলিং ২১.৩-৭-৩৬-৬। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ॥ ৪৮২/১০ (১৬৪.২ ওভার; ইমাম ৭৬, হাফিজ ১২৬, আজহার ১৮, হারিস ১১০, আব্বাস ১, শফিক ৮০, বাবর ৪, সরফরাজ ১৫, বিলাল ১২, ওয়াহাব ৭*, ইয়াসির ৩; স্টার্ক ১/৯০, সিডল ৩/৫৮, লেয়ন ২/১১৪, হল্যান্ড ১/১২৬, লাবুশেন ১/২৯, মিচেল মার্শ ০/৩৮) ও দ্বিতীয় ইনিংস ॥ ৪৫/৩ (১৬.২ ওভার; ইমাম ২৩*, হাফিজ ১৭, বিলাল ০, আজহার ৪*; লেয়ন ১/২৩, হল্যান্ড ২/৯)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ২০২/১০ (৮৩.৩ ওভার; খাজা ৮৫, ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, ট্রেভর হেড ০, লাবুশেন ০, পেইন ৭, স্টার্ক ০, সিডল ১০, লেয়ন ৬, হল্যান্ড ০*; আব্বাস ৪/২৯, ওয়াহাব ০/৩৯, ইয়াসির ০/৮০, হাফিজ ০/২, বিলাল আসিফ ৬/৩৬, আজহার ০/৩)। ** তৃতীয়দিন শেষে
×