ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুস্থ হয়েই দলের সঙ্গে কোচ জেমি

প্রকাশিত: ০৬:৪৯, ১০ অক্টোবর ২০১৮

সুস্থ হয়েই দলের সঙ্গে কোচ জেমি

স্পোর্টস রিপোর্টার, কক্সবাজার থেকে ॥ আশঙ্কা ছিল খারাপ কিছু না আবার ঘটে যায়। কিন্তু সেই শঙ্কা কাটিয়ে পূর্ণ সুস্থ হয়েই হাসপাতাল ছাড়লেন জেমি ডে। বাংলাদেশ দলের এই ব্রিটিশ কোচ ইতোমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। সুস্থ হওয়ায় নিজের শিষ্যদের অনুশীলনও করিয়েছেন। আজ বুধবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। লাল-সবুজবাহিনীর কোচ হিসেবে ডাগআউটে দেখা যাবে জেমিকে। সেমিফাইনালের আগে সোমবার চার দলের সংবাদ সম্মেলন হয়। ফিলিপিন্স, তাজিকিস্তান ও ফিলিস্তিন কোচ সংবাদ সম্মেলনে আসলেও বাংলাদেশ কোচ জেমি ছিলেন অনুপস্থিত। সবাই ভেবেছিল অনুশীলনে দলের সঙ্গে আছেন তিনি। কিন্তু বাংলাদেশের অনুশীলনে আসার পর জানা যায় ঘটনা সম্পূর্ণ ভিন্ন। বুকে তীব্র ব্যথা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন জেমি। ইসিজি করার পর দেখা যায় তার হৃৎকম্পন অস্বাভাবিক বেড়ে গেছে। ডাক্তাররা ঝুঁকি না নিয়ে হাসপাতালে একদিন রাখেন জেমিকে। বিভিন্ন পরীক্ষা করা হয়। সৌভাগ্যজনকভাবে সবগুলোর ফলই ইতিবাচক আসে। পুরোপুরি সুস্থ অনুভব করলে মঙ্গলবার দুপুর ১২টায় হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরে যান জেমি। জানা গেছেÑ অসুস্থ হওয়ার পরই লন্ডনে পরিবারের সঙ্গে কথা হয়েছে কোচের। সেখানে যাওয়ার জন্য পরিবার থেকে কোন চাপ নাকি আসেনি, এমনটাই দাবি করেছেন তিনি। নিজের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পরই হাসপাতালে চলে যাই। ডাক্তার আমাকে দেখে হাসপাতালে থাকতে বলেন। তবে এখন আমি সুস্থ। ছেলেদের অনুশীলন করিয়েছি। ফিলিস্তিন ম্যাচ নিয়ে ভাবছি।’ অনেকেরই মতেÑ ফিলিস্তিনের মতো কঠিন দলের বিপক্ষে ম্যাচ নিয়ে চিন্তা করতে গিয়েই অসুস্থ হয়েছেন জেমি।
×