ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাষা শহীদ বিদ্যা নিকেতনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা

প্রকাশিত: ০৬:৩৯, ১০ অক্টোবর ২০১৮

ভাষা শহীদ বিদ্যা নিকেতনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ভাষা শহীদদের স্মরণে চরমিরকামারি এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ভাষা শহীদ বিদ্যা নিকেতন। ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ঘনবসতিপূর্ণ চরমিরকামারি গ্রামের অধিবাসীদের প্রচেষ্টায় গড়ে উঠেছে ভাষা শহীদ বিদ্যা নিকেতন। ৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে চিরজাগরুক রাখার জন্য বিদ্যালয়টির নামকরণ করা হয় ভাষা শহীদ বিদ্যা নিকেতন। বিদ্যালয়টিতে একটি বিজ্ঞানাগার, গ্রন্থাগার, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও নির্মাণাধীন মূল ফটক দ্বারা সুসজ্জিত। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাতশ জন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীনতার লালায়িত স্বপ্ন ধারণ করে শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। স্বাধীনতার স্মৃতিতে অম্লান ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বিদ্যালয়টির প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। শেকৃবিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন বুধবার রাত ১২টায় থেকে অনলাইনে শুরু হচ্ছে। চলবে আগামী ১৫ নবেম্বর রাত ১২টা পর্যন্ত। রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর। ভর্তিচ্ছুরা অনলাইনের আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে রকেট, শিওরক্যাশ বা বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ভর্তি বিষয়ে ওয়েবসাইটww-w.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।-বিজ্ঞপ্তি।
×