ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকসহ ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ০৬:৩৮, ১০ অক্টোবর ২০১৮

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকসহ ৪ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ ডিসেম্বর নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আব্দুল বারীর ছেলে শাহজাহান খানকে তার স্ত্রী কোহিনুর বেগম ও প্রেমিক দোহা সহযোগীদের নিয়ে হত্যা করে। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত করে চার্জশীট প্রদান করে। দীর্ঘ ৯ বছর শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী কোহিনুর বেগম, তার প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগী আবুল খায়ের এবং গোলাপ মিয়াকে মৃত্যুদ-ের সাজা প্রদান করে। মামলার অপর ২ আসামি মোখলেছুর রহমান ও আলামিনকে বেকসুর খালাস দেয়। মৃত্যুদ-প্রাপ্ত আবুল খায়ের ছাড়া বাকি ৩ আসামি পলাতক রয়েছে। রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। মুন্সীগঞ্জে বাবার মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চর মুক্তারপুর এলাকায় পুত্র হত্যার দায়ে বাবার মৃত্যুদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম এ আদেশ দেন। পুত্র সাহাদ দেওয়ানকে (৫) গলাটিপে হত্যার দায়ে পিতা জুলহাস দেওয়ানকে মৃত্যুদ- দেয় আদালত। উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ অক্টোবর একমাত্র শিশু সন্তানকে গলাটিপে হত্যা করে পাষ- পিতা জুলহাস দেওয়ান। জুলহাস নিজে গলাটিপে হত্যা করে বলে জানান। নওগাঁয় এসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, নওগাঁয় এসিড নিক্ষেপ করে স্ত্রীর শরীর ঝলসে দেয়ায় দায়েরকৃত মামলার রায়ে স্বামীর যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে আদালত স্বামীর ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশও প্রদান করেছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ এবং এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন। দ-প্রাপ্ত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩১)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
×