ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৮, ১০ অক্টোবর ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ অক্টোবর ॥ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মঙ্গলবার জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন পালিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে গোটা শহরে যানজটের সৃষ্টি হয়। পরে তারা সান্তাহার থেকে বুড়িমারীগামী ৭১৩ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ১নং রেলগেট এলাকায় পৌনে ১২টায় প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, ওয়াশিকার মোঃ ইকবাল মাজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী আকবর, খয়বর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ্যাডভোকেট ইস্তেকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু প্রমুখ। পাবনা নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও স্বাধীনতার সপক্ষের সর্বস্তরের জনতার উপস্থিতিতে পাবনা প্রেসক্লাব চত্ব¡রে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে জেলা কমান্ডের সাবেক সদস্যবৃন্দ ও পাবনার সকল উপজেলার সাবেক উপজেলা ও পৌর কমান্ডারগণ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
×