ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তার ১৪ বছরের জেল

প্রকাশিত: ০৬:৩৮, ১০ অক্টোবর ২০১৮

ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তার ১৪ বছরের জেল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ অক্টোবর ॥ অর্থ আত্মসাতের মামলায় ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার সাবেক ম্যানেজার সেতাউর রহমানকে ১৫ বছরের জেল দেয়া হয়েছে। দুদকের দায়ের করা মামলায় পাবনার বিশেষ জজ আদালতের বিচারক শেখ মোঃ নাসিরুল হক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর আসামি মোঃ হাসান ইকবাল হেফজুরকে খালাস দিয়েছেন বিচারক। উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সিরাজগঞ্জ শাখার চলতি হিসাব নং- ১৮৫ গ্রাহক মোঃ হায়দার আলী ১৭ আগস্ট ১৯৯৬ সালে চাল ক্রয়ের জন্য সাড়ে ৩ লাখ টাকা বিনিয়োগ সুবিধা চেয়ে ব্যাংক বরাবর আবেদন করেন। ব্যাংক ম্যানেজার সেতাউর রহমান একই তারিখে মুরাবাহা বিনিয়োগ হিসাব নং- ৭২৬/৯৬ খুলে চাল ক্রয়ের জন্য মোঃ হায়দার আলীর নামে আসল সাড়ে ৩ লাখ ও ব্যাংকের ৫৪ হাজার ৩শ টাকার লাভসহ মোট ৪ লাখ ৪ হাজার ৩শ টাকা মঞ্জুর করে সংশ্লিষ্ট মুরাবাহা বিনিয়োগ মঞ্জুরি স্বাক্ষর করেন। এরপর বিনিয়োগকৃত সাড়ে ৩ লাখ টাকা ম্যানেজার কর্তৃক স্বাক্ষরিত ডেবিট ভাউচারমূলে ব্যাংকের চলতি হিসাব ৫০৪ স্থানান্তর করে চেকমূলে উত্তোলন করেন। উক্ত মঞ্জুরির প্রেক্ষিতে কোন সিকিউরিটি জমা না নিয়ে পরবর্তীতে ঋণ মঞ্জুর সংক্রান্ত রেকর্ডপত্রও ব্যাংক হতে গায়েব করা হয়।
×