ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মনোনয়ন প্রত্যাশী জোয়াহেরের শোডাউন

প্রকাশিত: ০৬:৩৭, ১০ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলে মনোনয়ন প্রত্যাশী জোয়াহেরের শোডাউন

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) মঙ্গলবার বড় ধরনের শোডাউন করেছেন। দুই উপজেলার এই শোডাউন ব্যাপক সাড়া ফেলেছে। বিকেলে তিনটায় বাসাইল উপজেলা সদর থেকে তিন সহ¯্রাধিক মোটরসাইকেল নিয়ে এই শোডাউন শুরু হয়। এতে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপভ্যান নিয়ে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা যোগদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিপি জোয়াহেরের নেতৃত্বে বাসাইল ও সখীপুরে কমপক্ষে ২৫-৩০টি স্থানে পথসভা করেছেন। তিনি সকাল ১০টায় বাসাইলের ভাংড়া থেকে পথসভার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করে সখীপুরের কচুয়া, বড়চওনা, তৈলধারাসহ প্রতিটি জনসভায় তিনি সরকারের ১০ বছরের অর্জন, সফল্য ও নানা উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন। দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রাটি মঙ্গলবার বিকেলে সখীপুর উপজেলার নলুয়া মাঠে এসে জমায়েত হয়। সর্বশেষ মঙ্গলবার বিকেলে নির্বাচনী এলাকার সখীপুর উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠের পথসভা জনসভায় পরিণত হয়। ওই জনসভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভিপি জোয়াহের বলেন, শেষ নিশ্বাস থাকা পর্যন্ত তিনি সখীপুর-বাসাইলবাসীর সঙ্গে থাকবেন। তিনি দাবি করেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হলে আগামী নির্বাচনে এ আসনে তিনিই আওয়ামী লীগের টিকেট পাবেন। সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান গাউস, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, সখীপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ। এই শোভাযাত্রা ও আলোচনা সভায় বাসাইল ও সখীপুরের বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
×