ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ডাকাতের অস্ত্রের আঘাতে ছাত্রী নিহত

প্রকাশিত: ০৬:৩৬, ১০ অক্টোবর ২০১৮

নরসিংদীতে ডাকাতের অস্ত্রের আঘাতে ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ শিবপুরে মতিউর রহমান নামে এক প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার মুনসেফেরচর গ্রামের প্রবাসী মতিউর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ফাতেমা আক্তার বৃষ্টি (১৫) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা ও নিহত ফাতেমার মা রাজিয়া বেগম ও ভাই রায়হানকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। নিহত ফাতেমা মুনসেফেরচর এলাকার মৃত শহীদুল হক গাজীর মেয়ে ও স্থানীয় শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ১০ বছর পূর্বে শহিদুল হক গাজী মারা যাওয়ার পর বাড়ির বড় মেয়ে শাহিনা বেগমের স্বামী প্রবাসী মতিউর রহমান তাদের ভরণ-পোষণের দায়িত্ব নেন। তারা সবাই মতিউর রহমানের বাড়িতে থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও ৪ টি মোবাইল সেট নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রায়হান মিয়া এক ডাকাতকে ধরে ফেললে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রায়হানকে বাঁচাতে গেলে ছোট বোন ফাতেমা আক্তার ও মা রাজিয়া বেগমকে ছুরি দিয়ে আঘাত করে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন এবং মা রাজিয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রায়হানকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলীতে বেয়াই নিজস্ব সংবাদদাতা আমতলী,বরগুনা থেকে জানান, ছেলে মহিবুল্লাহর শ্বশুর প্রবাসী নজরুল ইসলাম খানের বাড়ি বেড়াতে এসে খুন হলেন বাবা আবুল হোসেন হাওলাদার (৬০)। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা দক্ষিণ আমতলী গ্রামে সোমবার রাত তিনটার দিকে। কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা এলাকার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ শাহ আলম হাওলাদার ও তার লোকজন আবুল হোসেন হাওলাদারকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। জানা গেছে, কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের আবুল হোসেন হাওলাদার ও তার স্ত্রী নার্গিস বেগম সোমবার বিকেলে আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে ছেলে মহিবুল্লাহর শ্বশুর প্রবাসী নজরুল ইসলাম খানের বাড়ি বেড়াতে আসেন। ওইদিন গভীর রাতে প্রকৃতির ডাকে বেয়াই আবুল হোসেন হাওলাদার বাইরে বের হওয়ার জন্য দরজা খোলে। দরজা খোলা মাত্রই ৪ জনের একটি মুখোশধারী সন্ত্রাসীদল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধস্তাধস্তির শব্দ শুনে বেয়াইন রেখা বেগম ও পুত্রবধূর বড় বোন জেসমিন সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করে এবং রেখা বেগম সন্ত্রাসীদের হাতে থাকা চাপাতি কেড়ে নেয়। এ সময় সন্ত্রাসীরা জেসমিনকেও কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন হাওলাদারের পেট, বাহু ও হাত এবং জেসমিনের হাত ও পায়ে আঘাত করে। পুলিশ খবর পেয়ে রাতে আবুল হোসেন ও জেসমিনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরিঘাটে আবুল হোসেন হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত জেসমিনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দিতে স্বামী নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, দাউদকান্দিতে স্বামীকে খুন করেছে স্ত্রী। সোমবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ঘরে স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করার জেরে দাম্পত্য কলহে স্ত্রীর হাতে খুন হন অটোরিক্সাচালক বাদশা মিয়া। পুলিশ জানায়, তিতাস উপজেলার নয়াচর গ্রামের খলিল মিয়ার ছেলে বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মোবারকপুর গ্রামের ভাড়া বাড়িতে থেকে অটোরিক্সা চালাত। স্ত্রী জোহরা বেগমকে রেখে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার হীরামনি নামের এক মহিলাকে বিয়ে করায় প্রথম স্ত্রী জোহরা বেগমের সঙ্গে বাদশা মিয়ার সম্পর্কের অবনতি ঘটে। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। সোমবার রাতে জোহরা বেগম বাদশা মিয়ার হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে বাজারে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঝিনাইদহ যুবক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই গ্রামের নলবিলের মাঠের মঙ্গল নামের এক ব্যক্তির ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। বগুড়ায় শিক্ষার্থী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সোমবার রাতে শহরের পুরানবগুড়া এলাকার একটি ছাত্রাবাস (মেস) থেকে ইফতেখার হোসেন শাওন (২২) নামে এক মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষার্থীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক তদন্তে তারা ধারণা করছেন।
×