ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

নওগাঁয় পিতাপুত্রসহ নিহত তিন

প্রকাশিত: ০৬:৩৬, ১০ অক্টোবর ২০১৮

নওগাঁয় পিতাপুত্রসহ নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ অক্টোবর ॥ মঙ্গলবার দুপুরে পত্নীতলায় আঞ্চলিক মহাসড়কের পুঁইয়া নামক স্থানে ট্রাকের চাপায় পিতা-পুত্রসহ মোটরবাইকের ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার চকদৌল বাজিতপুর গ্রামের আব্দুস সালাম (৫০), তার পুত্র তৌফিক (২৭) এবং ছেলের বন্ধু পতœীতলা উপজেলা সদরের ঈদগাহ পাড়ার ওয়াহেদ মাস্টারের পুত্র রনি (২৬)। পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, মোটরবাইক আরোহীরা মহাদেবপুর পতœীতলায় যাচ্ছিলেন। এসময় পতœীতলা ব্র্যাক অফিসের সামনে পুঁইয়া নামক স্থানে দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরবাইকের তিন আরোহী। বরিশালে কলেজ ছাত্রসহ দুই স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন-বাবুগঞ্জ উপজেলার সিংহেরকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন সরদারের পুত্র ¯œাতক প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান হাসিব (১৯) ও বাকেরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা আজাহার সিকদারের পুত্র সেলিম সিকদার (৪০)। এর মধ্যে হাসিব মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্বজনরা সোমবার রাত নয়টার দিকে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেলিম সিকদার অপর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে সোমবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। ঝিনাইদহে শিশু নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ইজিবাইকচাপায় সাব্বির হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্বকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের ডাবলু ম-লের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার সকালে সাব্বির বাড়ির পাশের রাস্তায় খেলছিল। সে সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাথরঘাটায় কিশোর সংবাদদাতা পাথরঘাটা বরগুনা থেকে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাথরঘাটায় সাগর হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে এবং রাকিব মীর (১৮) নামে অপর এক কিশোর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যায়। সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট থেকে কাটাখালী আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এঘটনা ঘটে। আহত রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গায় শ্রমিক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, বালিভর্তি ট্রাক্টর উল্টে চুয়াডাঙ্গার সদর উপজেলার আমিরপুর গ্রামে বকুল (৪২) নামে এক শ্রমিকের নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বকুল দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা সদর উপজলার আমিরপুর গ্রামে কয়েকজন শ্রমিক ট্রাক বালিভর্তি করছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় শ্রমিক বকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে ছাত্রী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, শহরের উত্তর নুনিয়ারছড়ায় টমটমে ওড়না পেঁচিয়ে নুসাইবা হোসেন নিরু নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় হাজী হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে।
×