ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি

৬ মাসের জামিন পেলেন চবি শিক্ষক মাইদুল ইসলাম

প্রকাশিত: ০৬:৩৪, ১০ অক্টোবর ২০১৮

৬ মাসের জামিন পেলেন চবি শিক্ষক মাইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাইকোর্ট থেকে জামিন পেলেন ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে আবেদনের শুনানি শেষে এই শিক্ষকের জামিন মঞ্জুর হয়। হাইকোর্টে চবি শিক্ষকের বিরুদ্ধে জামিন আবেদনের শুনানি করেন হাসনাত কাইয়ুম। গণমাধ্যমকে তিনি জানান, আদালত এই শিক্ষককে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ২৩ জুলাই মাইদুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন। এতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে, এমন অভিযোগে তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করেন চবি ছাত্রলীগের সাবেক নেতা ইফতেখারুল ইসলাম। মামলায় তিনি উচ্চ আদালত থেকে গত ৬ আগস্ট আট সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে তিনি গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু সে আবেদন নাকচ হয়ে যায়। আদালতের নির্দেশে তিনি সেই থেকে কারাগারে ছিলেন। জামিন নামঞ্জুর হয়ে কারাগারে প্রেরণের পরদিন ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করে। এদিকে, মাইদুল ইসলামকে জিজ্ঞাবাদের জন্য গত সোমবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রামের একটি আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
×