ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজারে এসেছে এ্যাপল ওয়াচ নাইকিপ্লাস

প্রকাশিত: ০৬:৩২, ১০ অক্টোবর ২০১৮

বাজারে এসেছে এ্যাপল ওয়াচ নাইকিপ্লাস

শুক্রবার বাজারে এসেছে এ্যাপল ওয়াচ নাইকিপ্লাস সিরিজ ৪। গ্রাহক চাইলে এখন স্টোর থেকে বিশেষ সংস্করণের এই সিরিজ ৪ এ্যাপল ওয়াচটি কিনতে পারবেন। যেসব গ্রাহক এই এ্যাপল ওয়াচটি প্রিঅর্ডার করেছিলেন তারা ইতোমধ্যেই এটি হাতে পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। গ্রাহক যদি সরাসরি এ্যাপল স্টোর থেকে ডিভাইসটি কিনতে চান তবে আরও অপেক্ষা করা লাগতে পারে, কারণ স্টোরগুলোতে খুব সীমিত সংখ্যায় এসেছে বিশেষ সংস্করণের এই এ্যাপল ওয়াচ সিরিজ ৪। সাধারণ সিরিজ ৪ এ্যাপল ওয়াচ থেকে কিছুটা আলাদা নাইকি প্লাস সংস্করণ। এতে রয়েছে নাইকি ওয়াচফেইস এবং স্পোর্টস ব্যান্ড। আর নাইকি রান ক্লাব ও নাইকি ট্রেনিং ক্লাব এ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকবে এই সংস্করণে। ৪০ মিলিমিটার ও ৪৪ মিলিমিটার আকারে বাজারে আনা হয়েছে নাইকি প্লাস সংস্করণ। যুক্তরাষ্ট্রে এই সংস্করণটির বাজার মূল্য রাখা হয়েছে ৩৯৯ থেকে ৪৯৯ মার্কিন ডলারের মধ্যে। -অর্থনৈতিক রিপোর্টার মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি দিনব্যাপী ‘Conceptual Outline on Money Laundering Prevention Tools & Techniques’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার ৫১ জন কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং ঈঅগখঈঙ মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন
×