ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম আসর বসছে ৭ নবেম্বর

প্রকাশিত: ০৬:৩০, ১০ অক্টোবর ২০১৮

বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম আসর বসছে ৭ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ডেনিম এক্সপো’র ৯ম আসর বসছে ৭ ও ৮ নবেম্বর। এই আসরে ডেনিম শিল্পের উদ্ভাবন ও সর্বশেষ প্রযুক্তি বিশ্বের ক্রেতা ও দেশীয় প্রস্তুতকারকদের কাছে সহজ উপায়ে বিস্তারিত তুলে ধরা হবে। দুই দিনব্যাপী প্রদর্শনী বাসুন্ধরায় ইন্টারন্যাশন কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ হতে মোট ৬২টি প্রদর্শনকারী প্রতিষ্ঠান ও বিপুলসংখ্যক বিদেশী দর্শনার্থী আসন্ন ডেনিমের শিল্পের অন্যতম শীর্ষ এই প্রদর্শনীতে অংশ নেয়ার কথা রয়েছে। ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয়গুলো সহজবোধ্য করে তুলে ধরতে বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম সংস্করণের মূল প্রতিপাদ্য হিসেবে ‘মপ্লিসিটি’ নির্ধারণ করা হয়েছে। এই প্রতিপাদ্যের আলোকে প্রদর্শনীতে ক্রেতার চাহিদা কীভাবে সহজে বোঝা যায়, কীভাবে তাদের সঙ্গে দর কষাকষি করার জন্য নিজেকে প্রস্তুত করা যায়, এসব বিষয় তুলে ধরা হবে।
×