ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডেপুটি গবর্নর পদে আট জনের মৌখিক পরীক্ষা

প্রকাশিত: ০৬:২৯, ১০ অক্টোবর ২০১৮

ডেপুটি গবর্নর পদে আট জনের মৌখিক পরীক্ষা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর (ডিজি) পদে নিয়োগ দিতে আট প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছে এ সংক্রান্ত গঠিত সার্চ কমিটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে তাদের পরীক্ষা নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে ডিজি পদে ১২ প্রার্থী থেকে ১০ জনকে ভাইভার জন্য আহ্বান করা হয়। এর মধ্যে দুইজন ভাইভায় অংশ নেননি। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, শুনেছি মঙ্গলবার ডিজি পদে নিয়োগে ৮-১০ জন প্রার্থীকে ভাইভার জন্য আহ্বান করা হয়েছে। এর বেশি জানি না। ভাইভায় অংশগ্রহণকারীরা হলেনÑ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, মোঃ আব্দুর রহিম, মোঃ ইস্কান্দার মিয়া, সেখ মোজাফফর হোসেন, অশোক কুমার দে ও সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। এছাড়া গত আগস্টে ইউসিবির এমডি পদ হারানো এ ই আব্দুল মুহাইমেন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মোঃ লিয়াকত হোসেন মোরল। এছাড়া ভাইভায় অংশ নেননি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লাইলা বিলকিস আরা ও সাবেক নির্বাহী পরিচালক সুলতান আহাম্মদ। আর ভাইভা থেকে বাদ পড়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার ও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রভাষক। সংশ্লিষ্টরা বলছেন, তিনজনের নাম অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর মধ্য থেকে যে কোন একজনকে ডিজি হিসেবে নিয়োগ দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গবর্নরের মধ্যে আবু হেনা মোহাঃ রাজী হাসানের মেয়াদ শেষ হয়েছে গত ১০ সেপ্টেম্বর। এর পর কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ এ পদে নিয়োগের জন্য গত ২৯ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি কাজ করছে। প্রার্থীর যোগ্যতা হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বা বিদেশে কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে কয়েক বছর শীর্ষ পর্যায়ে চাকরি করতে হবে। আর শীর্ষ পর্যায় বলতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাণিজ্যিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকের নিচে হবে না। প্রার্থীকে দেশ বা বিদেশ থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ৩০ আগস্ট প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ৬০ বছর। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। মেয়াদ কতদিন হবে তা সরকার নির্ধারণ করবে। তবে সর্বোচ্চ ৬২ বছরের পর্যন্ত দায়িত্ব পালন করা যাবে। উৎপাদনে এগুলেও সবজি রফতানিতে পিছিয়ে বাংলাদেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ সবজি উৎপাদনে বিশাল সাফল্য থাকলেও রফতানি বাণিজ্যে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। কৃষিতে কম সাফল্য নিয়েও আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে অনেক দেশ। এমনকি আমাদের দুর্বলতার সুযোগটুকুও ব্যবহার করছে কেউ কেউ। ২০০৪ সালে বাংলাদেশের সবজি রফতানি সম্ভাবনা বন্দী ছিল শুধু এয়ার কার্গোর জায়গার অভাবের কাছে। তার ১০ বছরের মাথায় ইংল্যান্ডের বার্মিংহামের বৃহৎ হোলসেল মার্কেটের চিত্র বলে, পৃথিবীর সব দেশের পণ্য সেখানে রফতানি হয়, বাংলাদেশ ছাড়া। কারণ, পণ্যের গুণগত মান। এই অভিযোগ কাটিয়ে তুলতে ব্রিটেনের কৃষি ও পরিবেশ সংগঠন ডেফরার সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদফতর একটি কর্মসূচীও গ্রহণ করে। কিন্তু তারও পাঁচ বছর পর ইংল্যান্ডের সর্ববৃহৎ হোলসেল মার্কেট স্পিটালফিল্ডে গিয়ে দেখা যায়, পরিস্থিতির কিছুই পরিবর্তন হয়নি। বরং পণ্য রফতানির তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন দেশ, বাংলাদেশ থেকে যাচ্ছে তিমিরেই। বাংলাদেশ সবজি উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করলেও শুধু উন্নত প্যাকেজিং আর কিছু খোঁড়া যুক্তির কাছে হেরে আছে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায়। আর এই সুযোগটি নিচ্ছে অন্যরা। এক শ্রেণীর ব্যবসায়ীদের সহযোগিতায় আমাদের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পাচ্ছে অন্য দেশের পরিচয়।
×