ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলভা ফার্মার মুনাফা কমেছে

প্রকাশিত: ০৬:২৮, ১০ অক্টোবর ২০১৮

সিলভা ফার্মার মুনাফা কমেছে

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্নের পর আজ থেক লেনদেন শুরু করা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির আইপিওয়ের আগে ইপিএস হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা। আর আইপিওর পরে হয়েছে ৭২ পয়সা। একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৯ কোটি ২৯ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৮ কোটি ২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১১ পয়সা। আর আইপিওর পরে হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার এ্যাপেক্স ফুটওয়্যারের স্পট মার্কেটে লেনদেন আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়্যার আজ স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে রবিবার। আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির লেনদেন স্থগিত রাখবে। -অর্থনৈতিক রিপোর্টার
×