ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৬:২৮, ১০ অক্টোবর ২০১৮

পুুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে সামান্য লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খাতের দর হারালেও জুন ক্লোজিংয়ের কোম্পানিগুলোর দরবৃদ্ধির কারণে সূচকের উর্ধগতি বজায় ছিল। তবে শেষ বিকেলে শেয়ার বিক্রির ধাক্কা সামলেছে মূলত ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিগুলোর দরবৃদ্ধি। কোম্পানিগুলোর দরবৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৮০১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০ লাখ টাকা কম। ডিএসইতে ৮০১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, বিবিএস ক্যাবল, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, এ্যাকটিভ ফাইন, ইফাদ অটো ও ড্রাগন সোয়েটার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মেঘনা সিমেন্ট, ভিএফএস থ্রেড ডাইং, এসিআই, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আমান কটন, এসিআই ফর্মুলেশন, লিব্রা ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা ও এমএল ডাইং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ শ্যামপুর সুগার, দুলামিয়া কটন, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি অটোকার, সাভার রিফ্যাক্টরিজ, বিডি ফাইনান্স, আইএসএন, ঝিল বাংলা সুগার, ন্যাশনাল লাইফ ও এশিয়া ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮২৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।
×