ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদুরো হত্যাচেষ্টা ॥ অভিযুক্ত ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ০৬:২৭, ১০ অক্টোবর ২০১৮

মাদুরো হত্যাচেষ্টা ॥ অভিযুক্ত ব্যক্তির আত্মহত্যা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ব্যর্থ ড্রোন হামলায় জড়িত থাকায় অভিযুক্ত এক বিরোধী দলীয় সদস্য গোয়েন্দা প্রধান দফতরে বিচারপূর্ব আটকাবস্থায় আত্মহত্যা করেছেন। ভেনিজুয়েলার শীর্ষস্থানীয় প্রসিকিউটর সোমবার এ তথ্য জানিয়েছেন। এ্যাটির্নি জেনারেল ট্যারেক উইলিয়াম সাব-রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিতে বলেন, ফার্নান্দো আলবেন আত্মহত্যার আগে বাথরুমে যাওয়ার অনুরোধ জানায় এবং দশ তলার বাথরুম থেকে তিনি লাফিয়ে পড়েন। আলবানের ফার্স্ট জাস্টিস দলের এক সদস্য তার মৃত্যুকে হত্যা বলে উল্লেখ করেছেন। ৪ আগস্ট মাদুরো হত্যা চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং কারাকাস থেকে নির্বাচিত নগর পরিষদের সদস্য আলবেন তাদের অন্যতম। -এএফপি
×