ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কয়লার ব্যবহার বাদ দেবে না অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:২৭, ১০ অক্টোবর ২০১৮

কয়লার ব্যবহার বাদ দেবে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলীয় সরকার সিউলে আইপিসিসি প্রকাশিত সোমবারের বিশেষ রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। সরকার কয়লা শক্তি ব্যবহারের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্ভব নয় বলে দাবি করেছে। আইপিসিসি রিপোর্টে ২০৫০ সালের মধ্যে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনার আহ্বান জানানো হয়। খবর গার্ডিয়ান অনলাইনের। উপপ্রধানমন্ত্রী মাইকেল ম্যাককোরম্যাক বলেছেন, অস্ট্রেলিয়াকে এর কয়লা মজুদ ব্যবহার সম্পূর্ণভাবে অব্যাহত রাখতে হবে যদিও ইন্টারগবর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ (আইপিসিসি) ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, জলবায়ু পরিবর্তন বিপর্যয় ঠেকাতে হলে হাতে সময় রয়েছে মাত্র ১২ বছর এবং এ জন্য কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনতে হবে। ম্যাককোরম্যাক বলেন, সরকার এর নীতি পরিবর্তন করবে না। এর আসল কারণ হচ্ছে কেউ এমন প্রস্তাব করতে পারে, এ ধরনের রিপোর্ট আমাদের অনুসরণ করার প্রয়োজন রয়েছে এবং আমাদের তা করা উচিত। শ্রমিক দলীয় নেতা বিল শর্টেনও কয়লা শক্তির ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেননি। কিন্তু তিনি আরও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
×