ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিসরের শীর্ষ জঙ্গী নেতা লিবিয়ায় আটক

প্রকাশিত: ০৬:২৬, ১০ অক্টোবর ২০১৮

মিসরের শীর্ষ জঙ্গী নেতা লিবিয়ায় আটক

মিসরের পূর্বাঞ্চলীয় বন্দর শহর দারনায় অভিযান চালিয়ে শীর্ষ ফেরারি এক জঙ্গি নেতাকে আটক করেছে পূর্ব লিবিয়ার নিরাপত্তা বাহিনী। মিসর সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা হিশাম আল আশমাওয়িকে সোমবার মিসর-লিবিয়া সীমান্ত থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমের ওই শহরটি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি। খবর বিবিসি’র। মিসরে অনেকগুলো প্রাণঘাতি হামলা ও রাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার ওপর হামলা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তাকে হন্যে হয়ে খুঁজছিল মিসরের কর্তৃপক্ষ। আটকের সময় আশমাওয়ির শরীরে আত্মঘাতী ভেস্টা বাঁধা ছিল বলে জানিয়েছে এলএনএ। লিবিয়ার পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা এই বাহিনীটিরই নিয়ন্ত্রণে আছে। এলএনএ জানিয়েছে, ‘দারনা শহরের আল-মাগার এলাকা থেকে সন্ত্রাসী আশমাওয়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার পরনে আত্মঘাতী ভেস্ট থাকলেও বিস্ফোরণ ঘটাতে পারেনি।’ লিবিয়ার নিরাপত্তা বাহিনীর তদন্ত শেষ হলে আশমাওয়িকে মিসরীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে তারা। আশমাওয়ির আটকের বিষয়টি রয়টার্স কে নিশ্চিত করেছে মিসরীয় সামরিক বাহিনীর একটি সূত্র, তবে বিস্তারিত আর কিছু জানায়নি। ২০১৪ সালে লিবীয় সীমান্তের কাছে জঙ্গীদের হামলায় মিসরীয় সামরিক বাহিনীর ২২ সীমান্ত রক্ষী নিহত হয়েছিল। ওই হামলা ও মিসরে হওয়া আরও কয়েকটি প্রাণঘাতী জঙ্গী হামলার জন্য আশমাওয়িকে দায়ী করে তার অনুপস্থিতেই তাকে মৃত্যুদ- দিয়েছিল মিসরের একটি আদালত।
×