ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ ডিসেম্বরের মধ্যে সরকারী হাইস্কুলে ভর্তি শেষ করা হবে

প্রকাশিত: ০৫:৫৮, ১০ অক্টোবর ২০১৮

১৫ ডিসেম্বরের মধ্যে সরকারী হাইস্কুলে ভর্তি শেষ করা হবে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার কিছুটা এগিয়ে আনা হচ্ছে সরকারী স্কুলের ভর্তি প্রক্রিয়া। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে রাজধানী ঢাকার ৩৫টিসহ দেশের সব সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোঃ আবদুল মান্নান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে বার্ষিক পরীক্ষাসহ প্রায় সব পরীক্ষায় আগেভাগে নেয়ার কাজ শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হয়। এবারও তাই হবে, তবে আমরা ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাই। ইতোমধ্যেই শিক্ষা অধিদফতরে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সাধারণত জানুয়ারি মাঝামাঝি শেষ হয় ভর্তি কার্যক্রম। ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য যথাক্রমে লটারি, ভর্তি পরীক্ষা ও জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। চলতি ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২০১৭ সালে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেয়া হয়েছিল। ভর্তি শেষ করতে গেলে যায় জানুয়ারি মাস। রাজধানীতে ৩৫টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে তিন দিনে এই ভর্তি পরীক্ষা নেয়া হয়। ফল প্রকাশ হয় ৩০ ডিসেম্বর। রাজধানীর ৩৫টি বিদ্যালয়ের মধ্যে ১৪টিতে প্রথম শ্রেণী চালু আছে। এগুলোতে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি হয় ২৬ ডিসেম্বর। আর নবম শ্রেণীতে ভর্তি হয় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে। তবে আগামী ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সকল প্রক্রিয়া ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সে হিসেবে আগামী মাসেই অনলাইনে আবেদন শুরু হবে। অধিদফতর জানিয়েছে, শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক হবে। ওই বৈঠকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা নেয়া যায় কি-না তা নিয়ে আলোচনা হবে। এদিকে দেশের নামী প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে আজ বুধবার সকাল ৬টা থেকে অনলাইনে আবেদন নেবে। ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ২০০ টাকা। প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণীর আবেদন শেষে উন্মুক্ত লটারির আয়োজন করা হবে। বিস্তারিত ওয়েবসাইটে আছে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত বার্ষিক পরীক্ষার পর। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভর্তির আবেদন নেয়ার সময়সূচি নির্ধারণ করা হয়নি। উইলস লিটল স্কুল ও কলেজে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে। সরকারী হলো আরও তিনটি বেসরকারী কলেজ ॥ আরও তিনটি বেসরকারী কলেজকে সরকারী করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কলেজগুলো হলো কক্সবাজারের উখিয়া উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ রাসেল ডিগ্রী কলেজ এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ। মঙ্গলবার সরকারী আদেশ (জিও) জারি হলেও ৭ অক্টোবার থেকে তা কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারী কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারী করা হয়েছে।
×