ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর আরেকটি স্প্যান বসছে আজ

প্রকাশিত: ০৫:৪৬, ১০ অক্টোবর ২০১৮

পদ্মা সেতুর আরেকটি স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রথম স্প্যান খুঁটির ওপর উঠছে আজ বুধবার। সকাল ৭টার দিকে কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপ থেকে এফ-১ নম্বর স্প্যানটি খুঁটির কাছে নেয়া হবে। ৩৬০০ টন ক্ষমতার বিশ্বের সর্ববৃহৎ ভাসমান ক্রেন এটি তুলে নিয়ে যাবে। স্প্যানটি বসানো হবে মাওয়ার ৪ ও ৫ নং খুঁটিতে। যদিও এটি বসানোর কথা ছিল মাওয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর খুঁটিতে। কিন্তু ১নং মডিউলের এই খুঁটি দু’টি এখনও সম্পন্ন করা যায়নি। সর্বপ্রথম উক্ত দুটি খুঁটির কাজ শুরু হয়েছিল। সেই অনুযায়ী চীন থেকে প্রথম এই স্প্যানও এসেছিল। নদীর তলদেশে মাটি নরম থাকার কারণে এই খুঁটির নক্সা পরিবর্তন করতে হয়েছে। নতুন নক্সা অনুযায়ী অন্য ৭টি খুঁটির মতো এই দুটি খুঁটিতেও খাঁজ কাটা ( ট্যাম) পাইল বসবে।
×