ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪৫, ১০ অক্টোবর ২০১৮

নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি ॥ ইনু

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচনের নাম করে দ-িত খালেদা জিয়ার মুক্তির দর কষাকষি করছে। কোন অপরাধীর মুক্তির জন্য কোন সালিশি বৈঠকে শেখ হাসিনার সরকার বসবে না। কোন অপরাধীর মুক্তির পূর্ব শর্ত নিয়ে কোন দর কষাকষিতে সরকার সাড়া দেবে না। মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু টোল স্টেশন সংলগ্ন মাঠে পলাশ উপজেলা জাসদ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি খালেদার মুক্তির দাবির কথা বলে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। তারা সময় নষ্ট করতে চায়। তাই বিএনপিকে বলব, অবাস্তব দাবি না জানিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হন। তিনি ড. কামাল হোসেন ও বি.চৌধুরীকে উদ্দেশ করে বলেন, যারা নাকি দুর্নীতি থেকে ১ হাজার মাইল দূরে থাকে তারা আজ হঠাৎ করে রেজিস্ট্রার্ড দুর্নীতিবাজ খালেদা, তারেকের পক্ষ নিয়ে বিএনপির ঘরে ঢুকেছে। রাজাকার আর বিএনপির সঙ্গে সংসার করার জন্য ড. কামাল হোসেন যে প্রকল্প হাতে নিয়েছেন আমরা সে প্রকল্প সফল হতে দেব না।
×