ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএমএফের দ্বারস্থ হতে যাচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৫, ১০ অক্টোবর ২০১৮

আইএমএফের দ্বারস্থ হতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহের কাছে ঋণখেলাপী হওয়া থেকে রেহাই পেতে পাকিস্তান অবশেষে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর দ্বারস্থ হচ্ছে। গত কয়েক সপ্তাহ চেষ্টা করেও কোন সাড়া না পেয়ে পাকিস্তান আন্তর্জাতিক সংস্থাসমূহের ঋণসংক্রান্ত শর্ত পূরণ এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে আইএমএফের শরণাপন্ন হচ্ছে। পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ ওমর সোমবার আইএমএফের আর্থিক পুনরুদ্ধার কর্মসূচীর জন্য চেষ্টা করছেন বলে ঘোষণা করেন। রেকর্ডকৃত ভিডিও বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আইএমএফের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান ভিক্ষার ঝুলি নিয়ে সৌদি আরব গিয়েও দেশটির আর্থিক সাহায্য সম্পর্কে কোন সাড়া পেতে ব্যর্থ হন।
×