ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরা কুঁড়ির শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৭:০৫, ৯ অক্টোবর ২০১৮

আমরা কুঁড়ির শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব শিশু দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’ গত ৪ ও ৫ অক্টোবর দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রথম দিন বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সংগঠক, দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদুভাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মুসলিম উদ্দিন হাওলাদার। বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও যুগ্ম মহাসচিব সুজয় ম ল। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সুফিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (সদস্য, রাজউক) মোঃ রোকন উদদৌলা, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, জনতা ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, কবি রাজু আলীম ও টপটেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ হোসেন। দুই দিনব্যাপী উৎসবে ১৪টি প্রতিষ্ঠানের ২ শতাধিক শিশু-কিশোর শিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিশু শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
×