ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কোচ জেমি ডে

প্রকাশিত: ০৬:৫৯, ৯ অক্টোবর ২০১৮

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার, কক্সবাজার থেকে ॥ সোমবার দুপুরের কথা। চার সেমিফাইনালিস্ট দলের প্রেস কনফারেন্স হবে দুপুর দেড়টায়। একটু আগেভাগেই সেখানে যাওয়া। কক্স টুডে হোটেলের লবিতে ঢুকেই নজরে পড়ল সোফায় আয়েশ করে বসে আছেন জেমি ডে। বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ এই কোচ হাসিমুখেই হাত মেলালেন। টুকটাক কথাবার্তা। বেশ নির্ভারই মনে হচ্ছিল তাকে। প্রেসমিট শেষেই ছুটতে হলো কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। কারণ লাল-সবুজ বাহিনী অনুশীলন করবে। সেখানে গিয়েই দলের ম্যানেজকার সত্যজিৎ দাস রূপুর মুখে একটি দুঃসংবাদ শুনে বজ্রাহত হয়ে যেতে হলো, ‘হঠাৎ বুকে ব্যথা নিয়ে একটু আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন জেমি ডে!’ জানা গেল দুপুর ১টার দিকেই বুকে হাল্কা ব্যথা অনুভব করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে রূপুকে নিজের অস্বস্তির কথা জানান এবং হাসপাতালে চলে যান। কক্সবাজার সদর হাসপতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন ডাক্তাররা। ইসিজি রিপোর্টে দেখা যায় তার হার্টে অতিরিক্ত হৃৎকম্পন। এজন্যই তাকে কোন ঝুঁকি না নিয়ে ভর্তি করানো হয় হাসপাতালে। তার অনুপস্থিতি বাংলাদেশ দলের অনুশীলন পরিচালনা করেন সহকারী কোচ স্টুয়ার্ট পল। বঙ্গবন্ধু গোল্ডকাপে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে হয়তো কিছুটা চাপ অনুভব করেছেন জেমি। যে কারণেই বুকে ব্যথা ওঠেছে বলে ধারণা অনেকের। জানা গেছে, ইসিজি করানোর পর জেমির হার্টে এক্সট্রা বিট দেখা যায়। এরপর ডাক্তাররা তার সঙ্গে রিলেটেড যে চেকআপ সেগুলো করিয়েছেন, সব রিপোর্টই নরমাল আছে। তারপরের যে অতিরিক্ত বিট দেখা গেছে সেই জন্য ডাক্তাররা তাকে অবজারভেশনের জন্য রেখেছেন। বাংলাদেশ দল আশা করছে আজ দলের অনুশীলনে থাকতে পারবেন জেমি।
×