ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে ওয়ানডেতে জয় পেল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬:৫৯, ৯ অক্টোবর ২০১৮

অবশেষে ওয়ানডেতে জয় পেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার মহিলাদের এশিয়া কাপ টি২০ আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সেখানে হারিয়েছিল পরাশক্তি ভারত ও পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে। কিন্তু ঘরের মাটিতে ৪ ম্যাচের টি২০ সিরিজে একেবারেই দুর্দশা ফুটে ওঠে সালমা খাতুনের দলটির। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩-০ ব্যবধানে সিরিজ হারে। তবে সেই কষ্টটা ভুলেছে বাংলাদেশের মেয়েরা সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে সফরকারী পাক মেয়েদের ৬ উইকেটে হারিয়ে। রুমানা আহমেদের নেতৃত্বে সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খাদিজাতুল কুবরার অফস্পিনের বিষে নীল হয়ে পাকিস্তানের মেয়েরা ৩৪.৫ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায়। কুবরা ওয়ানডেতে দেশের পক্ষে সেরা বোলিং নৈপুণ্য দেখিয়ে ২০ রানে নেন ৬ উইকেট। জবাবে ২৯ ওভারে ৪ উইকেটে ৯৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। সালমার নেতৃত্বে এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব এসেছিল গত জুনে। সেই দলটি এ মাসেরই শেষদিকে ওয়েস্ট ইন্ডিজে যাবে নবেম্বরে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ খেলতে। এর আগে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি২০ সিরিজ ভাল একটি প্রস্তুতির মঞ্চ ছিল। কিন্তু মালয়েশিয়ায় পাক মেয়েদের পরাস্ত করলেও ঘরের মাটিতে খুব বাজেভাবে ৩ ম্যাচেই (এক ম্যাচ পরিত্যক্ত) হেরে গেছে সালমারা। তবে ওয়ানডেতে রুমানার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে আয়েশা জাফর ও মুনীবা আলী ৩৮ রানের জুটি গড়েন। মুনীবাকে (১৮) শিকার করে স্বাগতিক দলের প্রথম সাফল্য এনে দেন লতা ম-ল। এরপরও সেই একটি উইকেট হারিয়ে ৫০ রান তুলে ফেলেছিল পাক মেয়েরা। তবে অফস্পিনার কুবরা আক্রমণে এসেই ছোবল হানেন, সাজঘরে ফিরিয়ে দেন আয়েশাকে (১৮)। এরপর তার ভয়াল ঘূর্ণির তোপে আর কোন পাক ব্যাটার দাঁড়াতেই পারেননি। শুধু অধিনায়ক জাভেরিয়া খান ৪৬ বলে ২৯ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তার পরে আর কোন ব্যাটারই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ৯১ বল বাকি থাকতেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৯৪ রানে। কুবরা ৯.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ২০ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। তবে মহিলা ক্রিকেটের ওয়ানডেতে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার সুযোগ হাতছাড়া করেন নিজের বলে নিজেই ক্যাচ ছেড়ে। এরপরও দেশের পক্ষে এখন কুবরার এই বোলিং ফিগারটাই ওয়ানডের সেরা বোলিং নৈপুণ্য। ২০১৩ সালে ভারতের বিপক্ষে রুমানার ২০ রানে ৪ উইকেটই ছিল এতদিন বাংলাদেশের মেয়েদের পক্ষে সেরা ওয়ানডে বোলিং। এবার সেটিকে ছাড়িয়ে গেলেন বগুড়ার মেয়ে কুবরা। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই আয়েশা রহমান শুকতারা (০) ও চতুর্থ ওভারে শারমিন আখতারের (৩) উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তখন দলীয় রান মাত্র ৬। তবে এরপর ফারাজানা হক পিংকি ও অধিনায়ক রুমানা তৃতীয় উইকেটে ৮১ রানের বিশাল জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ফারাজানা ৮১ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৮ এবং রুমানা ৭০ বলে ২ চারে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। তখন জয় থেকে মাত্র ৮ রান দূরে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ২১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই ৯৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় রুমানাবাহিনী। সানা মীর নেন ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোর ॥ পাকিস্তান মহিলা দল ইনিংস- ৯৪/১০; ৩৪.৫ ওভার (জাভেরিয়া ২৯, আয়েশা ১৮, মুনীবা ১৮; কুবরা ৬/২০, রুমানা ২/১৫)। বাংলাদেশ মহিলা দল ইনিংস- ৯৫/৪; ২৯ ওভার (ফারাজানা ৪৮, রুমানা ৩৪; সানা ২/২০)। ফল ॥ বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ খাদিজাতুল কুবরা (বাংলাদেশ)।
×