ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেনারেশন নেক্সট ফ্যাশনের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৮, ৯ অক্টোবর ২০১৮

জেনারেশন নেক্সট ফ্যাশনের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশনসের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নবেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৩০ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টর ডিএসইর সূচকে বসুন্ধরা পেপার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে বসুন্ধরা পেপার মিল। যা ২১ অক্টোবর থেকে কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসইএক্স সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে বসুন্ধরা পেপার। উল্লেখ্য, সূচক সমন্বয়ের জন্য নির্ধারিত সময়ে লেনদেন শুরু হওয়া কোম্পানিগুলোকে ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনায় নেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×