ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সামিটের ব্যাখ্যা

প্রকাশিত: ০৬:৪৮, ৯ অক্টোবর ২০১৮

সামিটের ব্যাখ্যা

সোমবার জাতীয় দৈনিক ‘জনকণ্ঠ’ পত্রিকার ব্যবসা বাণিজ্য পাতায় ‘সামিট পাওয়ারের আর্থিক হিসাবে গরমিল’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সামিট পাওয়ার একটি ব্যাখ্যা দিয়েছে। তাদের বক্তব্য হলো : ২০১৭-১৮ অর্থবছর সামিট পাওয়ার, অনিরীক্ষিত (আন-অডিটেড) তিনটি ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন ডিএসইতে প্রেরণ করে। নিরীক্ষার (অডিট) পূর্বে অনিরীক্ষিত রিপোর্টে অনিচ্ছাকৃত সামান্য তারতম্য হয়ে থাকে। সময়মতো যখন বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হবে তখন এই তারতম্য সমন্বিত হবে এবং ডিএসই তা নিয়ম মাফিক তাদের ওয়েবসাইটে আপডেট করবে। ইভিন্স টেক্সটাইলের উৎপাদন ক্ষমতা বাড়বে ৫০ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস মিল লিমিটেড তার বিদ্যমান কারখানার বিএমআরই তথা আধুনিকায়ন ও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএমআরই শেষ হলে কোম্পানিটির উৎপাদনক্ষমতা ৫০% শতাংশ বৃদ্ধি পাবে। বিএমআরই’র জন্যে কোম্পানিটি ৭০ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করবে। এর ৭৯ ভাগ তথা ৫৫ কোটি ৪১ লাখ টাকার জোগান দেয়া হবে মধুমতি ব্যাংক থেকে নেয়া মেয়াদী ঋণের মাধ্যমে।
×