ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে

প্রকাশিত: ০৬:৪৭, ৯ অক্টোবর ২০১৮

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৮০১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি ৩৭ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৮৪৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯০৯ পয়েন্টে। সোমবার ডিএসইতে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার বারে ২৪ লাখ ৬৮ হাজার ২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ টাকা। এই দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এ্যাক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯০০ বারে ১৫ লাখ ৪ হাজার ২৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন, আমরা টেকনোলজি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও শমরিতা হসপিটাল লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।
×